এইচএসসি পরীক্ষার ফলাফল ১৭ জুলাই প্রকাশিত হবে , বিস্তারিত দেখুন

আসসালামু আলাইকুম।
বলতে বলতে সেই দিন এসেই গেলো,
১৭ জুলাই রোজ বুধবার এইসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সোমবার দেশের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ঐ দিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এবং পরবর্তীতে দুপুর ১/২টার দিকে অনলাইনে সকলের জন্য উন্মুক্ত করা হবে ফলাফল।
পরীক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে অথবা মোবাইলের মাধ্যমে এসএমএস করে তাদের রেজাল্ট দেখতে পাবে।
এসএমএস মাধ্যমে এইচএসসি ফলাফল দেখার নিয়ম
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নতুন একটি এসএমএস কম্পোজ করুন
মোবাইলের মেসেজ অপশনে লিখুন HSC
এরপর একটি স্পেস দিয়ে লিখুন আপনার শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর। যেমনঃ DHA
তারপর আরও একটি স্পেস দিয়ে লিখুন আপনার এইচএসসি রোল নম্বরটি
আরেকটি স্পেস দিয়ে লিখুন 2019
সবশেষে মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে

উদাঃ HSC DHA 116877 2019

No comments:

Post a Comment

Professional Skills

PHYSICS
CHEMISTRY
BIOLOGY
MATHEMATICS
ENGLISH